জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীর প্রাণ রক্ষা, সম্মানিত পয়েন্টস ম্যান
বৈশাখী সাহা, কলকাতাঃ
জীবনের ঝুঁকি নিয়ে তৎপরতার সাথে এক রেল যাত্রীর প্রাণ রক্ষা করে সাহসিকতা ও কর্তব্যপরায়ণতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সম্মানিত হয় একজন পয়েন্টস ম্যান। যাত্রীর প্রাণ রক্ষার ঘটনাটি চলতি বছরের ১৮ ডিসেম্বর সকালে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনের বিড়া স্টেশন চত্বরে ঘটে। রেল সূত্রে জানা যায়, ওই দিন সকালে বনগাঁ গামী ৩৩৩৬৫ আপ বারাসাত–বনগাঁ লোকাল বিড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছিল। সেই সময় রেললাইন পার হতে গিয়ে অসাবধানতাবশত এক বৃদ্ধা ওই ট্রেনের সামনে পড়ে যান। বিষয়টি বিড়া স্টেশনের পয়েন্টস ম্যান সৌমেন গাঙ্গুলির নজরে আসতেই, তিনি বৃদ্ধাকে বিপদ থেকে রক্ষা করতে তৎপর হয়ে ওঠেন। নিজ প্রাণের ঝুঁকি উপেক্ষা করে তিনি লাইনে ঝাঁপিয়ে পড়ে দ্রুততার সাথে ওই বৃদ্ধাকে নিরাপদ দূরত্বে সরাতে সক্ষম হন। পয়েন্টসম্যান এর এহেন সাহসিকতা দেখে আনন্দে আপ্লুত হয়ে ওই বৃদ্ধা রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি, সৌমেন গাঙ্গুলিকে তাঁর ‘দ্বিতীয় জীবন’ প্রদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে, রেল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত প্রশংসাপত্র জমা দেন। এরপর সৌমেন বাবুর সাহসিকতা, দায়িত্ব ও কর্তব্যপরায়ণতার স্বীকৃতিস্বরূপ- মঙ্গলবার শিয়ালদহ বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা, তাঁকে একটি ‘সাহসিকতা পুরস্কার’ প্রদান করে সম্মানিত করেন। তিনি বলেন, গাঙ্গুলি-র দ্রুত সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা ও সাহসিক মনোভাব ভারতীয় রেলওয়ের গর্ব। এই ধরনের সাহসিকতা প্রথম সারির কর্মীদের সতর্কতা ও দায়িত্ববোধের প্রকৃষ্ট উদাহরণ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে কখনও রেললাইন পারাপার না করে সর্বদা ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। কিন্তু যাত্রী সাধারণের কথায়, ফুট ওভারব্রিজ খারাপ হয়ে পড়লে মানুষ তো লাইন পারাপার করবেই। সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করবেন? উঠে এসেছে এমনই প্রশ্ন।