সিনিয়র ডিসিএম এর তত্ত্বাবধানে এসি লোকালে বিশেষ টিকিট চেকিং অভিযান
বৈশাখী সাহা, কলকাতাঃ
রেলের যাত্রী সাধারণ নিয়ম অনুযায়ী সুশৃঙ্খলভাবে টিকিট কেটে ট্রেনে যাত্রা করে কিনা তা নিশ্চিত করতে, শনিবার এসি লোকালে বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়। রেল সূত্রে জানা যায়, শিয়ালদহ বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের জসরাম মীনার তত্ত্বাবধানে শিয়ালদহ-রানাঘাট এসি ইএমইউ লোকাল ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালায়। অভিযান চালিয়ে ‘বিনা টিকিটে ভ্রমণ দন্ডনীয় অপরাধ’ জেনেও টিকিট না কেটে ‘অবৈধভাবে ভ্রমণ করার অপরাধে’ বেশ কিছু যাত্রীকে আটক করা হয়। আটক যাত্রীদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থীও ছিল।
নির্দিষ্ট ওই যাত্রীদের থেকে স্বাভাবিকভাবে জরিমানা পুনরুদ্ধার করার পর, এদিনের পরিদর্শন একটি সহানুভূতিশীল এবং শিক্ষামূলক মোড় নেয়। বিনা টিকিটে ভ্রমণকারীদের মধ্যে যুবকদের উপস্থিতি বেশি ছিল বলেই জানা যায়। এরপর সিনিয়র ডিসিএম ব্যক্তিগতভাবে ওই শিক্ষার্থীদের সাথে একটি কাউন্সেলিং সেশনে নিযুক্ত হন। সেখানে তিনি সততা এবং নাগরিক কর্তব্যের গুরুত্ব তুলে ধরে জানান যে, “ছাত্ররা জাতির ভবিষ্যত।” যুবকদেরকে রেলের নিয়ম অনুসরণ করে নেতৃত্ব দিতে উৎসাহিত করেন এবং তাঁদের মনে করিয়ে দেন যে, একটি বৈধ টিকিট কেনার মতো ছোট ও সৎ কাজ দিয়ে একজন “ভাল নাগরিক” হওয়া শুরু হয়। পাশাপাশি রেলের তরফে উচ্চ মানের পরিষেবা পেতে টিকিট কেটে ট্রেনে চড়া কতটা গুরুত্বপূর্ণ তারও ব্যাখ্যা দেন এদিন তিনি।