বেআইনি নির্মান রুখতে কড়া পদক্ষেপ হাইকোর্টের
বৈশাখী সাহা, কলকাতাঃ
জলাভূমি বুজিয়ে বেআইনি নির্মাণ তৈরির খবর বিভিন্ন এলাকা থেকে প্রায়শই ধরা পড়ে সংবাদমাধ্যমের পর্দায়। এ সংক্রান্ত মামলায় হাইকোর্ট কড়া পদক্ষেপ গ্রহণ করে। সম্প্রতি পূর্ব কলকাতায় জলাভূমি বুজিয়ে বেআইনি নির্মাণের ঘটনার বিরোধিতা করে হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দেন, নতুন কোনও বেআইনি নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ বা জলের সংযোগ একেবারেই দেওয়া যাবে না। এমনকি ২০০৬ সালের জলাভূমি সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ নির্মাণের বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে পারবে বলেও নির্দেশ আদালতের। এ প্রসঙ্গে বিচারপতি সিনহা আরও নির্দেশ দিয়েছেন যে, জলাভূমি এলাকার সংরক্ষিত জমির দাগ নম্বর পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং সংবাদপত্রে প্রকাশ করতে হবে। যে সমস্ত জমিতে নির্মাণের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত জমির দাগ ও নম্বর ওয়েবসাইটে প্রকাশ করার পাশাপাশি ইংরেজি ও আঞ্চলিক সংবাদপত্রেও সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে। এমনকি বেআইনি নির্মাণ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্টও আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৩ শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আর সেই দিনই ওই রিপোর্ট জমা দিতে হবে বলে স্পষ্ট জানান বিচারপতি।